হিলিতে কাঁচামরিচের দাম কমল কেজিতে ২০ টাকা

বণিক বার্তা প্রতিনিধি হিলি

তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে আবারো কাঁচামরিচের দাম কমেছে। এবার পণ্যটির দাম কমেছে কেজিতে ২০ টাকা। তিনদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ৯০-৯৫ টাকায় বিক্রি হয়েছিল। গতকাল পাইকারি পর্যায়ে (ট্রাকসেল) পণ্যটির দাম কমে কেজিপ্রতি ৭০-৭৫ টাকায় নেমে এসেছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, কোরবানি ঈদের ছুটি শেষে স্থলবন্দর দিয়ে বুধবার ভারত থেকে ১৬ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে। বৃহস্পতিবার আরো ছয় ট্রাক গতকাল ২২ ট্রাক কাঁচামরিচ আমদানি হয়েছে। স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি বাড়ায় রাজস্ব আহরণ আগের তুলনায় বেড়েছে। গতকাল একদিনে কাঁচামরিচ আমদানি বাবদ হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ ৩৪ লাখ টাকা রাজস্ব আয় করেছে।

স্থানীয় কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বণিক বার্তাকে বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। কোরবানি ঈদের কারণে টানা পাঁচদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকায় দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কম ছিল। ওই সময় পাইকারি পর্যায়ে কাঁচামরিচের দাম বেড়ে গিয়েছিল। বাড়তি দাম চাহিদাকে ঘিরে স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। গতকাল একদিনে স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২২ ট্রাকে ১৭২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। আগামীতে পণ্যটির আমদানি আরো বাড়লে দেশের বাজারে সরবরাহ বেড়ে দাম কমে আসবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন