১৬ আগস্ট থেকে পর্যায়ক্রমে চালু হচ্ছে সব যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২৫ মার্চ থেকে সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর ৬৭ দিন টানা বন্ধ থাকার পর ৩১ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি নেমে যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু করে  রেলওয়ে। সারাদেশে দুই দফায় ১৯ জোড়া ট্রেন চালু করা হয়। এবার ১৬ আগস্ট তৃতীয় দফায় চালু হচ্ছে আরো ১৩ জোড়া যাত্রীবাহী ট্রেন। পর্যায়ক্রমে বন্ধ থাকা বাদবাকি ট্রেনগুলোর কার্যক্রমও শুরু করা হবে। তবে আগের নিয়মে স্বাস্থ্যবিধি মেনে সক্ষমতার ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে সব ট্রেন।

আজ রোববার (৯ আগস্ট) রেলভবন থেকে দেয়া এক চিঠিতে এসব কথা বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ রয়েছে, ১৬ আগস্ট থেকে চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে পঞ্চগড়-ঢাকা-পঞ্চগড় রুটের একতা এক্সপ্রেস ট্রেন (৭০৫/৭০৬), খুলনা-ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এক্সপ্রেস (৭২৫/৭২৬), রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটের পদ্মা এক্সপ্রেস (৭৬০/৭৫৯), ঢাকা-সিলেট-ঢাকা রুটের পারাবত এক্সপ্রেস (৭০৯/৭১০), ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটের হাওর এক্সপ্রেস (৭৭৭/৭৭৮), ঢাকা-তারাকান্দি-ঢাকা রুটের অগ্নিবীণা এক্সপ্রেস (৭৩৫/৭৩৬), রাজশাহী-চিলাহাটি-রাজশাহী রুটের তিতুমীর এক্সপ্রেস (৭৩৩/৭৩৪), চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর এক্সপ্রেস (৭২১/৭২২), চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেস (৭৮৫/৭৮৬), ঢাকা-নোয়াখালী-ঢাকা রুটের উপকূল এক্সপ্রেস (৭১১/৭১২), খুলনা-চিলাহাটি-খুলনা রুটের সীমান্ত এক্সপ্রেস (৭৪৭/৭৪৮), গোবরা-রাজশাহী-গোবরা রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩/৭৮৪)। এছাড়াও একই দিন ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার-ঢাকা রুটের জামালপুর কমিউটার (৫১/৫২) নম্বর ট্রেনও চালু করা হবে।  

রেলওয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম জানান, ৬৭ দিন যাত্রীবাহী ট্রেন সার্ভিস বন্ধ থাকার পর সীমিত পরিসরে চালু হলেও বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে বাদবাকি সবগুলো ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে। ১৬ আগস্টের পর ৫০ শতাংশ যাত্রী পরিবহনের শর্তে সরকারি স্বাস্থ্যবিধি শতভাগ পরিপালনের মাধ্যমে রেলের সবগুলো ট্রেন পর্যায়ক্রমে চালু করা হবে। 

বাংলাদেশ রেলওয়ের দৈনিক চলাচলরত ট্রেনের সংখ্যা ৩৪৮টি। এর মধ্যে প্রতিদিন ২০ থেকে ২৫টি মালবাহী ট্রেন ও গড়ে ৬টি কনটেইনারবাহী ট্রেন ছাড়া বাকিগুলো যাত্রীবাহী ট্রেন। যাত্রীবাহী ট্রেনের মধ্যে আন্তঃনগর ট্রেন ৮৬টি, মেইল এক্সপ্রেস-কমিউটার-ডেমু ১৩২টি এবং লোকাল ট্রেন সংখ্যা ৯৫টি। এছাড়া আন্তর্জাতিক ট্রেন রয়েছে ৫টি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন