সানলাইফের পর্ষদ সভা পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ পেছানো হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, আগামীকাল (১০ আগস্ট) কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর পরিবর্তে সভা ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত এবং চলতি হিসাব বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

গত হিসাব বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) জীবন বীমা তহবিল কমেছে ৯ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা কমেছিল ২ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) জীবন বীমা তহবিলের আকার কমেছে ১ কেটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা কমেছিল ২ কোটি ১৮ লাখ ৫০ হাজার টাকা। তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির মোট জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ২৩১ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০১ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সানলাইফ শেয়ারের সর্বশেষ দর ছিল ১৯ টাকা। সমাপনী দর ছিল ১৮ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৪ টাকা থেকে ২২ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৭ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস শেয়ার দিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন