ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে বিকন ফার্মা, দরপতনে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স

বণিক বার্তা ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সমাপনী দরের ভিত্তিতে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সর্বশেষ শেয়ারটি ৮৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ বেশি।

দরবৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে আমান কটন ফাইব্রাস লিমিটেড। শেয়ারটির সর্বশেষ দর ছিল ২২ টাকা ৮০ পয়সা। সমাপনী দর নির্ধারণ করা হয়েছে ২৩ টাকা ৩০ পয়সা। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। এছাড়া দরবৃদ্ধির তালিকায় শীর্ষ দশের তালিকায় রয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড ও এসএস স্টিল লিমিটেড।

এদিকে সমাপনী দরের ভিত্তিতে আজ ডিএসইতে দরপতনে শীর্ষে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।

ব্লক মার্কেটে ২৫ কোম্পানির লেনদেন
ডিএসইতে আজ ২৫টি কোম্পানির ৪৭ লাখ ৭২ হাজার ১৪৬টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের মোট মূল্য ২৪ কোটি ৫৪ লাখ ৫৭ হাজার।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। এরপর প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার লেনদেন হয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। এছাড়া ৩ কোটি ১২ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন