বর্ধিত সময়ের লেনদেনের প্রথম দিনে পুঁজিবাজারে উল্লম্ফন

বণিক বার্তা ডেস্ক

পুঁজিবাজারে বর্ধিত সময়ের লেনদেনের প্রথম দিন ছিল আজ। বিষয়টি বাজারের জন্য ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে। অন্তত প্রথম দিনের জন্য। সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে সূচকে উল্লম্ফনের মধ্য দিয়ে। 

আজ রোববার সাড়ে চার ঘণ্টার লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪ দশমিক ১৩ শতাংশ। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৩ দশমিক ৮৪ শতাংশ।

৪ হাজার ৩৬৪ দশমিক ৮৩ পয়েন্ট নিয়ে আজ লেনদেন শুরু করে ডিএসইএক্স। দিনশেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৪৫ দশমিক ১৫ পয়েন্ট। অর্থাৎ একদিনেই সূচকটি বেড়েছে ১৮০ পয়েন্ট বা ৪ দশমিক ১৩ শতাংশ। গত সপ্তাহে বাজার টানা ঊর্ধ্বমুখী থাকলেও সূচকে এত প্রবৃদ্ধি দেখা যায়নি। লেনদেনের সময় বাড়ানোটা এক্ষেত্রে টনিক হিসেবে কাজ করেছে বলে আপাতদৃষ্টে মনে হচ্ছে।

আজ ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস৩০ বেড়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ। ১ হাজার ৪৭৫ দশমিক ৮৮ পয়েন্ট নিয়ে লেনদেন শুরু করা সূচকটি দিনশেষে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৪০ দশমিক ৩৪ পয়েন্টে। আর শরীয়াহ সূচক ডিএসইএস ১ হাজার ১১ দশমিক ১১ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৮ দশমিক ৩১।

আজ ডিএসইতে মোট ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে তা ২৯২ কোটি ১০ লাখ ৮২ হাজার টাকা বেশি। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার টাকার।

এদিকে আজ লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ১৩৪ কোটি ৩৯ লাখ ১৯ হাজার টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ১১ হাজার ৪৪৮ কোটি ৪৫ লাখ ৩৬ হাজার টাকা বেশি। বৃহস্পতিবার বাজার মূলধন ছিল ৩ লাখ ৩৩ হাজার ৬৮৫ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার টাকা।

আজ ডিএসইতে মোট ৩৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪২টির ও অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ারদর।

এদিকে দেশের আরেক স্টক এক্সচেঞ্জ সিএসইতে আজ প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ২৮৮ দশমিক ৭৪ পয়েন্ট বা ৩ দশমিক ৮৪ শতাংশ। এদিন লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৭ হাজার ৮০১ দশমিক ৪৭ পয়েন্টে। ব্লুচিপ সূচক সিএসই৩০ বেড়েছে ৩৭৪ দশমিক ৩৮ পয়েন্ট বা ৩ দশমিক ৪৭ শতাংশ।

আজ সিএসইতে মোট লেনেদেনের পরিমাণ ২৬ কোটি ৫৪ লাখ ৮ হাজার টাকা। এদিন এক্সচেঞ্জটিতে ২৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ৩২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টির শেয়ারদর।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন