জুভেন্টাসের কোচ হলেন পিরলো

বণিক বার্তা ডেস্ক

জুভেন্টাসের কোচ হলেন আন্দ্রে পিরলো। আজ শনিবারই ইতালীয় জায়ান্টের পক্ষ থেকে এ ঘোষণা এসেছে।

টানা নবম সিরি-এ লিগ শিরোপা জিততে সাহায্য করেছেন কোচ মাউরিসিও সারি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতায় তাকে বরখাস্ত করেছে জুভেন্টাস। গতকাল ইতালিয়ান চ্যাম্পিয়নরা সারির সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়। তারই স্থলাভিষিক্ত হলেন ইতালীয় মিডফিল্ডার পিরলো।

শুক্রবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর দ্বিতীয় লেগে লিওঁকে ২-১ গোলে হারানোর পরও বিদায় নেয় জুভেন্টাস। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল সারির দল। দুই লেগ মিলিয়ে লড়াইটা ২-২ গোলে ড্র হলেও অ্যাওয়ে গোলের বিবেচনায় শেষ আটের টিকিট পায় লিওঁ। এই ব্যর্থতায় চাকরি হারালেন চেলসি ও ন্যাপোলির সাবেক কোচ সারি।

গত গ্রীষ্মে চেলসির চাকরি ছেড়ে দিয়ে জুভেন্টাসের দায়িত্ব নেন সারি। তার সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছিল সিরি-এ চ্যাম্পিয়নদের। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া দলটি ব্যর্থতার দায়ভার কোচের কাঁধেই চাপাল। 

সূত্র: গোল

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন