নগদের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১৩০০ দুস্থ নারী

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে হাজার ৩০০ দুস্থ নারীকে ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা নগদ-এর মাধ্যমে হাজার টাকা করে উপহার প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে গণভবনে এক অনুষ্ঠান থেকে ৬৪ জেলার এসব দুস্থ নারীকে উপহারের অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী। অনুদানের টাকা পাঠানোর ক্ষেত্রে পুরো খরচ বহন করেছে নগদ এক্ষেত্রে প্রতিজন দুস্থ নারী তাদের প্রাপ্ত হাজার টাকা ক্যাশ আউট করার চার্জ হিসেবে অতিরিক্ত ৩৫ টাকা করে নিজেদের নগদ অ্যাকাউন্টে পেয়েছেন। বাড়তি খরচও বহন করেছে নগদ গতকাল প্রতিষ্ঠানটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক। তিনি বলেন, সাধারণ মানুষের চাওয়া পাওয়াকে অগ্রাধিকার দিয়ে নগদ সব সময় জনবান্ধব সব সেবা দিয়ে আসছে। আর সে কারণে অন্যান্য মোবাইল ফিন্যান্সিয়াল অপারেটরগুলো খরচের ভয়ে যেখানে সুবিধাবঞ্চিত জনগণের জন্য সেবামূলক কাজে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনাগ্রহী, সেখানে নগদ সব সময়ই জনহিতকর এসব কাজে সরকারের পাশে দাঁড়াচ্ছে।  বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন