আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি নির্বাচিত হলেন বাংলাদেশী পরিচালক

ফিচার প্রতিবেদক

ভারতের মহারাষ্ট্র প্রদেশের আওরাঙ্গবাদে অনুষ্ঠেয় রোশানী ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভালের জুরি হয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ।

এক -মেইল বার্তায় উৎসব আয়োজকদের পক্ষ থেকে উৎসব পরিচালক তুষার থ্রোত জুরি হওয়ার আমন্ত্রণ জানান মনজুরুল ইসলাম মেঘকে। নির্মাতা মনজুরুল ইসলাম তার ব্যক্তিগত ওয়েবসাইটের মধ্যমেও তথ্যটি প্রকাশ করেছেন। চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের ১৭০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করবে বলে জানিয়েছেন উৎসব পরিচালক।

উল্লেখ্য, মনজুরুল ইসলাম মেঘ এর আগেও একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি, ডেলিগেট কিউরেটর হিসেবে অংশগ্রহণ করেছেন। নূরুদ্দিন জাহাঙ্গীরের বিলডাকিনি উপন্যাস অবলম্বনে মনজুরুল ইসলাম মেঘের চিত্রনাট্য পরিচালনায় বিলডাকিনি চলচ্চিত্র ২০১৯-২০ অর্থবছরে পূণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সরকারি অনুদান পেয়েছে। বর্তমানে নির্মাতা বিলডাকিনি চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত আছেন বলে জানান। চলচ্চিত্রটি প্রযোজনা করবেন আব্দুল মমিন খান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন