‘ক্লান্ত না হওয়া’ পর্যন্ত স্বাস্থ্যবিধির গুরুত্বের কথা বলেই যাবেন ফাউসি

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি এখনো বেশ খারাপ। এমনকি ডিসেম্বর নাগাদ দেশটিতে লাখ মানুষ মারা যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সম্প্রতি . অ্যান্থনি ফাউসি বলেছেন, পাঁচ-ছয়টি বিষয় করোনাভাইরাসের বিস্তারকে আটকাতে পারে। এবং তিনি স্বাস্থ্যবিধির এই মূলনীতিগুলোর কথা ক্লান্ত না হওয়া পর্যন্ত সবাইকে বলতেই থাকবেন, কারণে বিষয়গুলো করোনার বিরুদ্ধে সত্যিই কাজ করে।

সবার মাস্ক পরা, সামাজিক দূরত্ব, ভিড় এড়িয়ে চলা, বদ্ধ জায়গার চেয়ে আউটডোর বেশি নিরাপদ, হাত ধোয়া এবং পরিচ্ছন্নতা এবং বারে না যাওয়া, সম্প্রতি ব্রাউন স্কুল অব পাবলিক হেলথের সঙ্গে ওয়েবিনারে এসব কথা বলেন . ফাউসি।

ফাউসির মতে, দেশের সবকিছু খুলে দেয়া এবং মাস্ক পরা একসঙ্গে করতে হবে। তার আশা যুক্তরাষ্ট্রের নাগরিকরা কোনোভাবে ঐক্যবদ্ধ হবে এবং কভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে শামিল হবে।

আমার মনে হয় না আমাদের এমনটা ভাবা উচিত যে শরৎ কিংবা শীতে গিয়ে আমরা ভয়ানক দুর্যোগের মুখে পড়ব। বরং আমরা ঠিকমতো কিছু বিধি মেনে চললে বরং শরৎ বা শীতে মহামারী পরিস্থিতির উন্নতি দেখতে পাব।

সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন