বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

বণিক বার্তা প্রতিনিধি হিলি ও ঝালকাঠি

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন জেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর

হিলি: দিনাজপুরের হিলিতে আলোচনা সভা দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণসহ কেন্দ্রীয় অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সময় বক্তারা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কর্মজীবনীর নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। একই সঙ্গে করোনাভাইরাস মোকাবেলায় বাড়ি থেকে বের হলেই মুখে মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে উপজেলার ছয়জন দুস্থ

মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল হান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লস্কর প্রমুখ।

ঝালকাঠি: উপলক্ষে ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষের উগ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। পৌরসভার বঙ্গবন্ধু কর্নারে আলোচনা সভায় টেলিকনফান্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমু। পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাউন্সিলর তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হাফিজ আল মাহমুদ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার। অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার অসহায় ছয়জনকে একটি করে সেলাই মেশিন উপহার দেন। পরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এতে পৌরসভা কর্মকর্তা-কর্মচারী স্থানীয় আওয়ামী লীগের নেতারা অংশ নেন।

এদিকে দিনটি উপলক্ষে জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলতাফ হোসেন। পরে অসহায় নারীদের বিনা মূল্যে ১২টি সেলাই মেশিন দেয়া হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন