দক্ষিণ কোরিয়ায় বন্যা: ভারি বৃষ্টি ও ভূমিধসে নিহত ২১

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় টানা ৪৬ দিন ধরে ভারি বৃষ্টি চলছে। এতে দেখা দিয়েছে বন্যা ভূমিধস। তাতে অন্তত ২১ জন নিহত হয়েছে। গত সাত বছরের সর্বোচ্চ বৃষ্টির কারণে বন্যা ভূমিধসে হাজারো মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে অন্যত্র নেয়া হয়েছে। খবর রয়টার্স।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী স্থানীয় সময় শনিবার ৬টা নাগাদ তিন হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। কোরীয় উপদ্বীপের দেশটির দক্ষিণ অংশে বৃষ্টি হচ্ছে সবচেয়ে বেশি। সেখানে ১১ জন নিখোঁজ রয়েছে।

সাউথ জিওলা প্রদেশের এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার দক্ষিণের সিউমিজিন নদীতীরের ১০০ মিটার ভেঙে যাওয়ার পর ওই এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নদীর চারপাশের প্রায় ৫০০ বাসিন্দাসহ ওই প্রদেশের প্রায় দুই হাজার মানুষকে বাড়ি থেকে সরিয়ে অন্যত্র নিরাপদে নেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন