আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ

বণিক বার্তা ডেস্ক

থাইল্যান্ড সরকার কর্তৃক আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে গতকাল বিক্ষোভ করেছে বেশকিছু থাই নাগরিক। রাজধানী ব্যাংককের একটি আদালতের সামনে তারা জানায়, অবিলম্বে আটককৃতদের না ছাড়লে কঠিন আন্দোলন শুরু হবে। খবর রয়টার্স।

বৃহত্তর গণতন্ত্রের দাবিতে চলমান আন্দোলনে গত শুক্রবার আটক করা হয় ৩৫ বছর বয়সী মানবাধিকার আইনজীবী আনন নাম্পা ছাত্রনেতা পানুপং জ্যাসনককে (২৩)

ব্যাংককের ফৌজদারি আদালতের সামনে জমায়েত হওয়া শতাধিক বিক্ষোভকারীর সামনে পারিত চিওয়ারাক বলেন, দেশের আদালত কাদের উদ্দেশ্য বাস্তবায়ন করে? আপনারা যতই বড় হন না কেন, জনতার দেয়া করের চেয়ে বড় নন, যাতে আপনাদের বেতন হয়।

গত বছরের বিতর্কিত নির্বাচনের পর গত মাস থেকে বিক্ষোভকারীরা ফের রাস্তায় নামে। ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা কুক্ষিগত করা প্রায়ুথ চ্যান-ওচার সরকারের বিরুদ্ধে জনরোষ বেড়েছে। নভেল করোনাভাইরাস মোকাবেলায় ব্যর্থতা এবং দেশের আর্থিক অবনতির কারণে ক্ষোভ আরো বেড়েছে। গত নির্বাচনটিতে যাতে প্রায়ুথের দল জয়ী হতে পারে তার জন্য সম্ভব সব কূটচাল খেলা হয়েছে বলে অভিযোগ করছে আন্দোলনরত থাই নাগরিকরা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন