ইতালিতে ২৫০০ কোটি ইউরোর প্রণোদনা প্যাকেজে অনুমোদন

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে মোট আড়াই হাজার কোটি ইউরোর প্রণোদনা প্যাকেজে অনুমোদন দিয়েছে ইতালি সরকার। স্থানীয় সময় শুক্রবার দেশটির মন্ত্রিসভায় প্যাকেজ অনুমোদিত হয়। ইতালি হলো বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ইউরোপীয় দেশ। সংক্রমণ প্রতিরোধে দুই মাসেরও বেশি সময়ের লকডাউন দেশটির অর্থনীতির ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। খবর এএফপি।

মন্ত্রিসভার বৈঠকের পর ইতালির প্রধানমন্ত্রী জোসেফ কন্তে বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনার অংশ হিসেবে চাকরির সুরক্ষা দেয়া হচ্ছে, সহয়োগিতা করা হচ্ছে কর্মীদের। একই সঙ্গে কমিয়ে দেয়া হচ্ছে করের বোঝা। একই সঙ্গে অঞ্চলগুলোকেও সহায়তা করা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী ইতালির দক্ষিণাঞ্চলের জন্য আরো বেশি কর মওকুফের সুযোগ আসছে। মূলত উন্নয়নের দিক দিয়ে দেশটির দক্ষিণাঞ্চল শিল্পোন্নত উত্তরাঞ্চল থেকে পিছিয়ে আছে। কন্তে বলেন, দক্ষিণাঞ্চল যে অবকাঠামোগত দিক দিয়ে পিছিয়ে আছে, সে বিষয়ে আমরা অবগত। আমরা এই বৈষম্য দূর করতে চাই। তিনি আরো বলেন, সেপ্টেম্বর পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখা ফেস মাস্ক ব্যবহারের নির্দেশ বহাল থাকছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন