এ বছরই বঙ্গবন্ধুর আরেক খুনি দেশে আনার প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর

বণিক বার্তা প্রতিনিধি, মেহেরপুর

মুজিববর্ষেই বঙ্গবন্ধুর সব খুনিকে দেশে ফিরিয়ে এনে সরকার আইনের সম্মুখীন করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘পাঁচজন খুনি যারা এখনও জীবিত আছেন, এরমধ্যে দুজনের খবর আমরা ঠিক জানি। একজন আমেরিকা ও আরেকজন কানাডায়। এদের আমরা দেশে ফিরিয়ে আনার বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। একজনকে আমরা ইন্ডিয়া থেকে এনেছি তাকে আইনের সম্মুখীন করেছি। আশা করছি এবছর আরেকজনকে আনতে পারবো। এটা আমাদের প্রত্যাশা। কারণ কাউকে আনতে গেলে সেটা অন্যদেশের উপর নির্ভর করে।’

আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন। 

এসময় সাম্প্রতিক সময়ে চীন-ভারত উত্তেজনার বিষয়ে বলেন, ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক আর চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক। দুটো দেশের সাথে আমাদের সম্পর্ক ভালো। তবে ভারতে সাথে খুব অল্প সময়ে সর্ম্পকের ৫০ বছর পূর্তি করতে যাচ্ছি। আমাদের বিজয়ে তাদের সহযোগিতা ছিল। আমাদের বিজয়, মানে ভারতের বিজয়, আমাদের উন্নয়ন মানে ভারতের উন্নয়ন, ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। আমরা ভারতের সাথে অনেক সমস্যার সমাধান করেছি। আগামীতে সীমান্ত সমস্যাও সমাধান হবে। 

এসময় মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনছুর আলম খান, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লভ ভট্টাচার্য ও অধ্যাপক হাসানুজ্জামান মালেকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন