সুরকার আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে

বণিক বার্তা অনলাইন

দেশের বরেণ্য গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। আজ শনিবার ভোরে তাকে রাজধানীর মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন তার ছেলের বউ ফাহমিদা সুরভি।

তিনি বণিক বার্তাকে বলেন, ‘বাবা (আলাউদ্দিন আলী) দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। তাকে বাসায় রেখেই চিকিৎসা করানো হচ্ছিলো। গত রাতে তার প্রেশার ফল করছিল। তা বিপি পাওয়া যাচ্ছিলো না, পরে ভোর পৌনে ৫টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসি।’

তার শ্বাসকষ্টের তীব্র সমস্যা থাকায় চিকিৎসকরা লাইফ সাপোর্টে নেয়ার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী এই বরেণ্য সুরকারকে লাইফ সাপোর্টে নেয়া হয় বলেও জানান তিনি। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এর আগে ২০১৫ সালের আলাউদ্দিন আলীকে ব্যাংকক নেওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। তার আগেই তার ক্যান্সারও ধরা পরে। গেল বছর আরেক দফায় ব্যাংককে চিকিৎসা নেন আলাউদ্দিন আলী। তার শরীরে আবারও ক্যানসার ধরা পড়ে। গেল বছর ফুসফুসের টিউমারের পাশাপাশি তার যকৃতেও টিউমার পাওয়া যায়।

দেশের আনার পরও এর আগে বেশ কয়েক দফায় তাকে মহাখালীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন