নেত্রকোনায় ভাইকে বাঁচাতে নদীতে নেমে আরেক ভাই নিখোঁজ

বণিক বার্তা প্রতিনিধি, নেত্রকোনা

সোমেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে এক ভাইকে বাঁচাতে গিয়ে আরেক ভাই নিখোঁজ রয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে নেত্রকোনার দূর্গাপুর উপজেলার পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের মুজিবনগর এলাকায় সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।

দূর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদা শারমিন নেলী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিখোঁজ রাইদুল (১৪) মুজিবনগর এলাকার সুন্দর আলীর ছেলে এবং খালাতো ভাই রূপচানকে (৮) বাঁচাতে গিয়ে সে নিখোঁজ হয়েছে।

প্রত্যক্ষদর্শী দূর্গাপুর আলীয়া মাদরাসার শিক্ষার্থী নাঈম জানায়, দুপুরে রাইদুল তার খালাতো ভাই রূপচানকে নিয়ে সোমেশ্বরী নদীতে গোসল করতে আসে। তারা দুই ভাই গোসলে নামলে রূপচান পানিতে ডুবে যাচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে রাইদুলও ডুব দেয়। পরে সেও নিখোঁজ হয়। 

নাঈম, রূপচান ও রাইদুল, প্রত্যেকেই স্থানীয় দাখিল মাদরাসার শিক্ষার্থী।

পরে নাঈম রূপচানকে উদ্ধার করে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকতে থাকে। আশেপাশের লোকজন এসে নাইম ও রূপচানকে পাড়ে তুলে। পরে খবর পেয়ে দুর্গাপুরের ফায়ার সার্ভিসের একটি দল এসে নিখোঁজ রাইদুলকে উদ্ধার চেষ্টা চালায়। 

এরই মধ্যে বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ হতে ফায়ার সার্ভিসের ডুবুরি এসেও উদ্ধার অভিযানে অংশ নেয়। গতকাল শেষ খবর পাওয়া পর্যন্ত এই কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন