চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

বণিক বার্তা অনলাইন

চুয়াডাঙ্গারর সদর উপজেলার সরোজগঞ্জে বাসচাপায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। আজ শনিবার সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবু জিহাদ গণমাধ্যমকে এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস নামের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত নসিমন ও ব্যাটারি চালিত অটোরিকশার উপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলে নসিমন ও অটোরিকশার যাত্রী তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়া হলে আরও দুজন মারা যান।

দুর্ঘটনায় নিহতদের তিনজন একই গ্রামের। তারা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ গ্রামের নোতা আলীর ছেলে মোহাম্মদ সোহাগ (২০), আব্দুর রহিমের ছেলে শরীফ হোসেন (৩০) ও আলী হোসেনের ছেলে রাজু হোসেন (৩০)। এছাড়াও নিহত অন্য দুজনের একজন পার্শ্ববর্তী খাড়াগোদা গ্রামের মাহতাব আলীর ছেলে মিলন হোসেন (৪০) ও অপরজন বসুভাণ্ডারদহ গ্রামের শ্রী হাওলাদারের ছেলে ষষ্টি কুমার (৩৫)।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন