বার্জার পেইন্টসের পর্ষদ সভা ১২ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা ১২ আগস্ট অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি কোম্পানির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

৩১ মার্চ সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৯৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টস। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ টাকা ২৭ পয়সা। ৩১ মার্চ প্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৪ টাকা ২০ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭৬ টাকা ৯৭ পয়সা।

২০১৯ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বার্জার পেইন্টস। তার আগের হিসাব বছরে ২০০ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ১০০ শতাংশ বোনাস শেয়ার পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।

ডিএসইতে বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ দর ছিল হাজার ৩০৯ টাকা, যা আগের দিনের চেয়ে টাকা ২০ পয়সা বা দশমিক ৬২ শতাংশ কম। সমাপনী দর ছিল হাজার ৩০৮ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর হাজার ২০৮ টাকা থেকে হাজার ৬১৪ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৯০০ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৯৫ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে দশমিক ৪৫, বিদেশী বিনিয়োগকারীদের হাতে দশমিক ১৪ সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে বাকি দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।

সর্বশেষ নিরীক্ষিত ইপিএস বাজারদরের ভিত্তিতে শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ২৫ দশমিক শূন্য , হালনাগাদ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতেও যা ২৫ দশমিক শূন্য ৬।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন