কেরালায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত কমপক্ষে ১৫

বণিক বার্তা অনলাইন

অবতরণের সময় পিছলে গিয়ে দুই টুকরা হয়ে যাওয়া ভারতের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থার এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজের কমপক্ষে ১৫ জন আরোহী নিহত হয়েছেন। আহত আরো অন্তত ৫০ জন।

আজ শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে কেরালা রাজ্যের কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে। 

কেরালার পুলিশ প্রধান জানিয়েছেন, কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন ওই উড়োজাহাজের পাইলট।

তিনি আরো জানান, উড়োজাহাজের ভেতরে আটকে পড়া প্রায়ই সবাইকে বের করা আনা হয়েছে। অন্তত ৫০ জন আহত। এর মধ্যে ১৫ জনের জখম গুরুতর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো চারজন বিধ্বস্ত উড়োজাহাজের ভেতরে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, দুবাই থেকে কোঝিকোড় আসছিল এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ উড়োজাহাজটি। উড়োজাহাজে ১৮০ জন যাত্রীসহ মোট আরোহী ছিলেন ১৯১ জন। কারুপুর বিমানবন্দরে নামার সময় চাকা পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে উড়োজাহাজটি। 

এক বিবৃতিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে উড়োজাহাজের চাকা পিছলে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

সূত্র: এনডিটিভি

>> অবতরণের সময় চাকা পিছলে দুই টুকরো এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন