হিলিতে কাঁচামরিচের কেজি এখন ৯৫ টাকা

বণিক বার্তা প্রতিনিধি হিলি

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কাঁচামরিচের দাম বাড়তির দিকে রয়েছে। একদিনের ব্যবধানে ভারত থেকে  আমদানি করা কাঁচামরিচের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৯৫ টাকায় উঠেছে। স্থানীয় ব্যবসায়ী আমদানিকারকরা বলছেন, বৈরী আবহাওয়ায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে কাঁচামরিচের।

গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ ৯০-৯৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। এক দিন আগেও আমদানি করা এসব কাঁচামরিচ কেজিপ্রতি ৮০-৮৫ টাকায় বিক্রি হয়েছিল। সেই হিসাবে, এক দিনে হিলির পাইকারি বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে ১০ টাকা।

স্থানীয় আমদানিকারক আনোয়ার হোসেন বণিক বার্তাকে বলেন, দেশে অতিবৃষ্টি বন্যার কারণে ক্ষেতেই অনেক কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে। বিঘ্ন ঘটেছে সরবরাহ ব্যবস্থায়। মূলত এসব কারণে সরবরাহ ঘাটতি হওয়ায় পণ্যটির দাম ক্রমেই বাড়তে শুরু করেছিল। পরিস্থিতিতে দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক রাখতে দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে ভারত থেকে আমদানি করা হয়। তবে কোরবানি ঈদে টানা পাঁচদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিল। সময় দেশের বাজারে ফের কাঁচামরিচের সরবরাহ কমে আসে। ঈদের পরে স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হলেও চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কম হওয়ায় দাম এখনো বাড়তির দিকে রয়েছে।

উল্লেখ্য, গতকাল হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ছয়টি ছোট ট্রাকে মোট ৫০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন