২০২০ সালে ৩১ কোটি ডিজিটাল ভোক্তা পাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর শেষে ৩১ কোটি ডিজিটাল ভোক্তা পাচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া। এর আগের পূর্বাভাসে ২০২৫ সালের জন্য লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছিল। নভেল করোনাভাইরাস মোকাবেলায় লকডাউন আরোপ এবং শারীরিক দূরত্ব কার্যকরে অনেকেই এখন অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত হয়ে উঠেছে। ফেসবুক ইনকরপোরেশন বেইন অ্যান্ড কোম্পানির সর্বশেষ বার্ির্ষক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর ব্লুমবার্গ।

বৃহস্পতিবার প্রকাশিত নতুন প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের শেষ নাগাদ দক্ষিণপূর্ব এশিয়ার ১৫ বছর তদূর্ধ্ব ৭০ শতাংশ মানুষ ডিজিটাল ভোক্তায় পরিণত হবে এবং অনলাইনে ব্যক্তিপ্রতি ব্যয় ২০১৯ সালের তুলনায় তিন গুণ বেড়ে ২০২৫ সালে ৪২৯ ডলারে দাঁড়াবে।

ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনামসহ ছয়টি দেশের ১৬ হাজার ৫০০ ডিজিটাল ভোক্তার ওপর জরিপটি পরিচালিত হয়েছে।

এক সাক্ষাত্কারে বেইনের প্রানিথ ইয়েন্ডামুরি বলেন, দক্ষিণপূর্ব এশিয়ায় ডিজিটাল ভোক্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে এবং এটা নতুন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।

গবেষণায় দেখা গেছে, দক্ষিণপূর্ব এশিয়ায় অনলাইনে ব্যয় খুচরা বাজারের শতাংশে দাঁড়িয়েছে। যেখানে ভারতের ডিজিটাল গ্রাহকদের ব্যয় খুচরা বাজারের শতাংশ।

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে দক্ষিণপূর্ব এশিয়ায় -কমার্সে কেনাকাটার পরিমাণ ২৩ শতাংশ বেড়েছে, যা একই সময়ে চীন, ভারত যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির চেয়ে বেশি।

লকডাউন বিধিনিষেধ শিথিল হলেও চলতি বছরে অঞ্চলের অনলাইন কেনাকাটা হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ২০২৫ সালে তা তিন গুণ বেড়ে ১৪ হাজার ৭০০ কোটি ডলারে দাঁড়াবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন