ডেল্টা শিপইয়ার্ড নির্মিত আইআরএস ক্লাসের প্রথম বাংলাদেশের পতাকাবাহী জাহাজের যাত্রা

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের ডেল্টা শিপইয়ার্ড লিমিটেড নির্মিত প্রথম জাহাজ যাত্রা করেছে এটি ইন্ডিয়ান রেজিস্ট্রার অব শিপিংয়ের (আইআরএস ক্লাস) আওতায় নির্মিত প্রথম বাংলাদেশের পতাকাবাহী জাহাজ

ডেল্টা শিপইয়ার্ড গত বছরের সেপ্টেম্বরে ইউনিচার্ট নেভিগেশন লিমিটেড (সিকম গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান) থেকে পাঁচটি জাহাজের জন্য নির্মাণ আদেশ পেয়েছিল এমভি রোকনুর-৩২ ওই পাঁচটির মধ্যে প্রথম জাহাজ

হাজার ২০০ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ক্ষমতাসম্পন্ন প্রায় ৮২ দশমিক মিটার লম্বা সমুদ্রগামী জাহাজটি বিশ্বব্যাপী স্বীকৃত আন্তর্জাতিক মেরিটাইম কনভেনশন কোড মেনে ডিজাইন নির্মাণ করা হয়েছে

বৈশ্বিক মহামারীকালেও জাহাজটি সাফল্যের সঙ্গে আইআরএস ক্লাস মেনে তৈরি করার কারণে আইআরএসের পক্ষ থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে আইআরএস ইন্ডিয়া বাংলাদেশ রিজিয়নের ম্যানেজার বাবু অমিত ভাটনাগর বলেন, এমন দুর্যোগের মুহূর্তে আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করে যেভাবে জাহাজটি নির্মাণ করেছে, তাতে আমি আনন্দিত গর্বিত

সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, আমি প্রথমেই আইআরএস ক্লাসকে এই অস্বাভাবিক সময়ে প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই সেই সঙ্গে আমার সহকর্মীদেরও অভিনন্দন জানাতে চাই আমি আশাবাদী, ভবিষ্যতে আমরা এর চেয়েও বড় বড় জাহাজ নির্মাণে সক্ষম হব

প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মধ্যেই ডেল্টা শিপইয়ার্ড থেকে পর্যন্ত দেশের অভ্যন্তরে চলাচল উপযোগী সমুদ্রগামী প্রায় ২০টি জাহাজ নির্মাণ করা হয়েছে বর্তমানে এক হাজার টন ধারণক্ষমতার এলপিজি ট্যাংকার (আইআরএস ক্লাস অনুযায়ী) নির্মাণাধীন রয়েছে ডেল্টা শিপইয়ার্ডের দুটি ইউনিট চট্টগ্রামের কালুরঘাট মুন্সীগঞ্জে অবস্থিত

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন