যেভাবে কভিড-১৯ সংক্রান্ত খবর মূল্যায়ন করবেন

বণিক বার্তা ডেস্ক

আমরা প্রতিনিয়ত সংক্রমণের নতুন সংখ্যার ওপর চোখ রাখছি, ভ্যাকসিন ট্রায়ালের অগ্রগতি কেমন হচ্ছে, সেদিকেও নজর দিচ্ছি অথবা বলা যায়, আমরা টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত উদ্বেগ নিয়ে স্ক্রল করে যাচ্ছি প্রতি মুহূূর্তে মহামারীসংক্রান্ত সংবাদগুলো উপচে পড়ছে আমাদের সামনে এখন অবস্থায় বাজে তথ্য থেকে ভালো তথ্য আলাদা করা এবং প্রতিদিনের উন্নতিকে পর্যবেক্ষণে রাখা সহজ নয়

ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বায়োলজির প্রফেসর কার্ল বার্গস্ট্রোম কীভাবে সমাজে বৈজ্ঞানিক তথ্য প্রবাহিত হয় সে বিষয়ে বিশেষজ্ঞ, তিনি তার সহকর্মী জেভিন ওয়েস্ট ডিজিটাল দুনিয়ায় ডাটা রিজনিং নিয়ে কোর্স করিয়ে থাকেন বার্গস্ট্রোম মনোযোগ দিয়ে মহামারী পর্যবেক্ষণ করছেন টুইটারে নিয়মিত আপডেটও প্রকাশ করছেন এবং ভুল তথ্যের বিরোধিতাও করছেন সম্প্রতি সায়েন্টিফিক আমেরিকানকে দেয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন কীভাবে তিনি নভেল করোনাভাইরাসের দৈনিক বিপর্যয় সম্পর্কিত খবরগুলো যাচাই-বাছাই করেন

প্রশ্ন: করোনাভাইরাসের উপচে পড়া তথ্য মোকাবেলায় এবং এর সঙ্গে যথাযথ উপায়ে সংশ্লিষ্ট হওয়ার জন্য কী পরামর্শ দেবেন?

বার্গস্ট্রোম: মিনিট থেকে ঘণ্টার হিসাবে সময়োপযোগিতার সঙ্গে উচ্চমানের তথ্যের কোনো সম্পর্ক নেই এটি মূলত কতটা ভালোভাবে তথ্যটি পরীক্ষা করা হয়েছে, কীভাবে অনেকগুলো পক্ষ দ্বারা সেটি যাচাই করা হয়েছে এবং উপস্থাপন করা হয়েছে তার ওপর নির্ভর করে এমন সংকটকালে আমি মানুষকে একটু ধীরস্থির হতে বলব এবং ১২ অথবা ১৮ কিংবা ৩৬ ঘণ্টা আগে ছাপা হওয়া সংবাদপত্রের খবর পড়তে বলব যেগুলো লেখা হয়েছে পেশাদার রিপোর্টারদের দ্বারা, যিনি কিনা সংক্রামক রোগের খবর সংগ্রহ করছেন অনেক বছর ধরে পাশাপাশি তিনি যা ঘটছে তা সংশ্লেষিত করার জন্য এবং বিষয়গুলো ব্যাখ্যা করার জন্য অনেক বিশেষজ্ঞজনের সঙ্গেও কথা বলেছেন

আমি মানুষকে টুইটার, ফেসবুক বা হোয়াটসঅ্যাপের পরিবর্তে বিশ্বস্ত চিরায়ত মিডিয়াগুলোর দিকে নজর ফেরাতে উৎসাহিত করি কারণ সেখানে (সামাজিক যোগাযোগমাধ্যমে) আপনি হয়তো কিছুটা সাম্প্রতিক খবর পাবেন কিন্তু তার নির্ভরযোগ্যতা অনেক কম যেসব গুজব ইন্টারনেটজুড়ে ছড়িয়ে পড়ে তার ব্যাপারে আপনি বেশ সংবেদনশীল এবং এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে

প্রশ্ন: কীভাবে আপনি ভালো সংবাদের উৎসগুলো সন্ধানের পরামর্শ দেবেন?

বার্গস্ট্রোম: আমি মনে করি পুরো ব্যাপারটি স্বতন্ত্র রিপোর্টারদের ওপর নির্ভরশীল যেমন হেলেন ব্রানসওয়েল কভিড-১৯ নিয়ে যারা রিপোর্ট করেছেন তাদের মধ্যে অন্যতম তিনি সংক্রামক রোগ নিয়ে ২০ বছর ধরে কাজ করছেন তিনি গোটা দৃশ্য ভালোভাবে বুঝতে পারেন এবং সেটিকে উপস্থাপনার জন্য দারুণ কাজ করেছেন আমি মনে করি, এখানে ব্যাপার হচ্ছে সেই কণ্ঠস্বর খুঁজে বের করা যাকে আপনি বিশ্বাস করতে এবং যার ওপর আস্থা রাখতে পারেন

প্রশ্ন: বিজ্ঞানীরা যা বুঝছেন তা হলো করোনাভাইরাস সংক্রান্ত নিউজ ক্রমাগত বদলে যাচ্ছে যেসব খবর কয়েক মাস আগে সত্য মনে হয়েছিল তা এখন এসে মিথ্যা হয়ে যাচ্ছে অবস্থায় কীভাবে আপনি একজনকে বলবেন এটা নির্ভরযোগ্য তথ্য আর এটা ভুয়া তথ্য?

বার্গস্ট্রোম: প্রথম কাজ হচ্ছে চিনতে পারা কারণ বিজ্ঞান বদলাতে পারে যে পরামর্শ আপনি স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে পাবেন তা সময়ের সঙ্গে বদলে যেতে পারে আপনি দেখবেন অনেক মানুষ বলছে, আপনি ফাউসির ওপর বিশ্বাস রাখতে পারেন না কারণ তিনি ফেব্রুয়ারিতে এক কথা বলেছেন এবং জুলাই মাসে এসে অন্য কথা বলছেন রকম মূল্যায়ন পুরোপুরিভাবে ভুল আপনি তাদের ওপর বিশ্বাস রাখতে পারেন না যারা অনেক বেশি প্রমাণ থাকার পরও নিজেদের মত পরামর্শ বদলাতে চাইবে না যারা কিনা প্রমাণের ভিত্তিতে নিজেদের পরামর্শ মত বদলান তারাই যথাযথভাবে বিজ্ঞান অনুসরণ করছেন এবং তারাই ভালো কিছু সুপারিশ করতে পারবেন

ভুল তথ্য বাছাই করার জন্য তথ্যের উেস দৃষ্টি দেয়া প্রয়োজন দেখা গেল কেউ একজন টুইট করে বলল, একটি পেপার প্রকাশিত হয়েছে, যা সংবাদপত্রের খবরের সঙ্গে যুক্ত বেশ, আপনি এবার সংবাদপত্রের সেই খবরে ফিরে যান দেখা গেল সংবাদপত্রের খবরের ভিত্তি একটি মৌলিক গবেষণাপত্র সেই গবেষণাপত্রে ফিরে যান যদি সেখানে কোনো দাবি করা হয়, তবে নিশ্চিত হয়ে নিন যে দাবিটি একাধিক স্থান থেকে করা হচ্ছে এবং কেবল একাধিক অ্যাকাউন্ট থেকে টুইট করায় নয় বরং এটি যেন একাধিক ব্যক্তির কাছ থেকে আসছে

প্রশ্ন: কলিং বুলশিট- (বার্গস্ট্রোম ওয়েস্টের লেখা বই) আপনি বলেছেন, সঠিক ডাটাকে ভুলভাবে ব্যবহারের সময় তা চিহ্নিত করা প্রসঙ্গে আপনি কি একটা উদাহরণ দিয়ে বলবেন, কীভাবে কভিড-১৯ সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য চিহ্নিত করা যাবে?

বার্গস্ট্রোম: আপনি যখন জনসংখ্যা থেকে নমুনা বেছে নেন তখন এক ধরনের পক্ষপাতিত্ব থাকে এরপর জনসংখ্যার ভিন্ন একটি অংশ সম্পর্কে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন দেখা যাচ্ছে, যেসব নমুনা থেকে সিদ্ধান্ত নিচ্ছেন তা আসলে যে জনসংখ্যা নিয়ে আপনি উপসংহারে পৌঁছার চেষ্টা করছেন তার প্রতিনিধিত্ব করছে না মহামারীর শুরুতে বাকেরসফিল্ডের কয়েকজন ডাক্তার ক্যালিফোর্নিয়ায় রোগের প্রকোপ হিসাব করার চেষ্টা করেন তারা নজর দেন তাদের ক্লিনিকে সেবা নিতে আসা করোনা আক্রান্ত রোগীদের অংশের ওপর তারা দেখলেন এই অংশটি বেশ উচ্চ হারে আক্রান্ত এটি দিয়ে তারা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করলেন কিন্তু মহামারীর মাঝামাঝিতে এমন অনুমান অযৌক্তিক

সায়েন্টিফিক আমেরিকান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন