চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বণিক বার্তা ডেস্ক

ময়মনসিংহ, কুড়িগ্রাম, মানিকগঞ্জ দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর

ময়মনসিংহ: জেলার ত্রিশাল, ভালুকা ধোবাউড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে বিকালে এসব দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার এসআই আব্দুল কাইয়ুম জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার পাঁচপাড়া নামক স্থানে প্রাইভেট কারের চাকা ফেটে প্রাইভেটকার আরোহী আকাশ আহমেদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়।

ওইদিন বিকালে হালুয়াঘাট-ধোবাউড়া রাস্তায় সদর ইউনিয়নের শিবানন্দখিলা চৌরাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য আবুল মুন্সুর তালুকদার নিহত হন। এছাড়া ভালুকা-সাগরদীঘি সড়কে সিপি ফ্যাক্টরির সামনে কাভার্ড ভ্যানের চাপায় সিরাজ উদ্দিন (৫০) নিহত হয়েছেন।

কুড়িগ্রাম: গতকাল সকালে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের আন্ধারীঝাড় বাজারের পাশে ট্রাকচাপায় দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন শাহজাহান তার শ্যালিকা নাজমা আক্তার।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় পাটুরিয়াগামী একটি বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে।  গতকাল সকাল সোয়া ৯টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইয়াসমিন বেগম মুলজান তার স্বামী হুমায়ন আহম্মেদ।

হিলি: দিনাজপুরের নবাবগঞ্জে নৈশকোচের ধাক্কায় নুর মোহাম্মদ নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল সকালে নবাবগঞ্জ উপজেলায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের মতিহারা এলাকায় দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন