চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো ১২১ জন

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে নতুন করে ১২১ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সর্বশেষ ৯৮৬টি নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ হাজার ৭৪৬। আক্রান্তদের মধ্যে সর্বশেষ ১২৩ জন সুস্থ হয়েছে। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের তথ্যমতে, স্থানীয় ছয়টি কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ৯৮৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সরকারিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫১টি নমুনা পরীক্ষা করে ৩১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ২০ জন উপজেলার ১১ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩০২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা রোগী শনাক্ত হয় ১০ জন, যার মধ্যে নগরীর আটজন উপজেলার দুজন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ২১০টি নমুনা পরীক্ষা করে ৪৪ জন করোনা রোগী পাওয়া গেছে। এর মধ্যে ৩২ জন নগরীর ১২ জন উপজেলার। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৬টি নমুনা পরীক্ষায় নগরীর দুই বাসিন্দার শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের পাঁচজনের নমুনা পরীক্ষায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

বেসরকারিভাবে ইমপেরিয়াল হাসপাতালে ৭০টি নমুনা পরীক্ষা করে ১৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর ১৭ জন উপজেলার একজন। এছাড়া শেভরনের ক্লিনিক্যাল ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরীর ১৩ জন উপজেলার তিনজন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন