ইতিহাসের সর্বোচ্চ আখরোট রফতানি চিলির

বণিক বার্তা ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ চিলির রফতানি পণ্যগুলোর মধ্যে অন্যতম আখরোট। ভূপ্রকৃতি জলবায়ুগত কারণে চিলিতে উৎপাদিত আখরোটের মান বেশ ভালো। বিশ্বজুড়ে পণ্যটির চাহিদাও প্রচুর। গত বছর চিলির আখরোট রফতানিতে রেকর্ড হয়েছে। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি আখরোট রফতানি করেছেন চিলির রফতানিকারকরা। খবর এগ্রিমানি।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে চিলির রফতানিকারকরা প্রতি বছর এক লাখ টনের বেশি আখরোট রফতানি করছেন। ধারাবাহিকতায় ২০১৮ সালে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে লাখ ৫০ হাজার টন আখরোট রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ২৬ শতাংশ বেশি। চিলির ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বেশি আখরোট রফতানির রেকর্ড।

তবে বছরের ব্যবধানে রেকর্ড ভেঙেছে। ২০১৯ সালে চিলি থেকে আন্তর্জাতিক বাজারে লাখ ৬০ হাজার টন আখরোট রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৬৭ শতাংশ বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে আখরোট রফতানি বেড়েছে ১০ হাজার টন। এর মধ্য দিয়ে পণ্যটির রফতানিতে চিলিতে নতুন রেকর্ড হয়েছে।

চিলি বিশ্বের তৃতীয় শীর্ষ আখরোট উৎপাদনকারী দেশ। তবে পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক শীর্ষ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত বছর রেকর্ড সর্বোচ্চ রফতানির মধ্য দিয়ে টানা ১৬ বছর ধরে চিলির আখরোট রফতানিতে প্রবৃদ্ধি বজায় রয়েছে বলে জানিয়েছে ইউএসডিএ। সর্বশেষ ২০০৩ সালে আগের বছরের তুলনায় দশমিক ৯২ শতাংশ কমে দেশটি থেকে ১১ হাজার ১০০ টন আখরোট রফতানি হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন