দক্ষিণ কোরিয়ায় চাল উৎপাদন বাড়বে ৩%

বণিক বার্তা ডেস্ক

চলতি বছর দক্ষিণ কোরিয়ায় ধানের আবাদ প্রত্যাশার তুলনায় বেশি হয়েছে। এর জের ধরে বছর শেষে দেশটিতে চাল উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় শতাংশ বাড়তে পারে। মার্কিন কৃষি বিভাগের (ইউএনডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে পূর্বাভাস দেয়া হয়েছে। খবর রয়টার্স।

ইউএসডিএর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে দক্ষিণ কোরিয়ায় সব মিলিয়ে ৩৮ লাখ ৬০ হাজার টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় শতাংশ বেশি। এবার দেশটিতে প্রত্যাশার তুলনায় বেড়ে লাখ ২৮ হাজার হেক্টর জমিতে দান আবাদ হয়েছে। মূলত কারণে বছর শেষে চাল উৎপাদন আগের তুলনায় বাড়তে পারে।

এর আগে ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় সব মিলিয়ে ৩৭ লাখ ৪৪ হাজার টন চাল উৎপাদন হয়েছিল, যা আগের বছরের তুলনায় দশমিক ২১ শতাংশ কম। এর আগের বছর দেশটিতে মোট ৩৮ লাখ ৬৮ হাজার টন চাল উৎপাদন হয়েছিল।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন