ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট

শান মাসুদের সেঞ্চুরিতে সংহত অবস্থানে পাকিস্তান

বণিক বার্তা ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন ঝলমলে ব্যাটিং করে আলো কাড়েন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় দিনটা নিজের করে নিলেন তার সতীর্থ শান মাসুদ। টেস্টে টানা তিন ইনিংসে তুলে নিলেন সেঞ্চুরি। তার দুরন্ত সেঞ্চুরিতে ভর দিয়ে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩১২ রান নিয়ে চা-বিরতিতে যায় পাকিস্তান।

বৃষ্টি বাধায় ২ উইকেটে ১৩৯ রান নিয়ে প্রথম দিন শেষ করতে হয় পাকিস্তানকে। আজ সকালে ব্যাটিংয়ে নেমে নামের পাশে একটি রানও যোগ করতে পারেননি বাবর। জেমস অ্যান্ডারসনের শিকার হয়ে ফেরেন ব্যক্তিগত ৬৯ রানে। যদিও ব্যক্তিগত ৪৬ রান নিয়ে শুরু করা শান মাসুদ তারকাদের বিদায়ের পর দলকে টানার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন। ১৫৬ বলে হাফ সেঞ্চুরি ও ২৫১ বলে সেঞ্চুরি তুলে নেয়া এ ব্যাটসম্যান পরে আগ্রাসী হয়ে ওঠেন। পরের ৫০ করতে খেলেছেন মাত্র ৬০ বল। দেড়শ ছুঁয়েছেন ৩১১ বলে। দেড়শ করার সময় ১৭টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মারেন তিনি। 

দলের অত্যন্ত প্রয়োজনের মুহূর্তে বুক চিতিয়ে লড়াই করে শান মাসুদ এদিন তুলে নেন টেস্টে নিজের চতুর্থ সেঞ্চুরি।   

স্পিনার শাদাব খান ৭৬ বলে ৪৫ রানের ইনিংস খেলে দারুন সঙ্গ দেন শান মাসুদকে। দুজনের পার্টনারশিপটা ১০৫ রানের, যা ইনিংসে সর্বোচ্চ। বাবর ও শান মাসুদ যোগ করেন ৯৬ রান। 

সূত্র: ক্রিকইনফো 


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন