পূর্ণ বার্ষিক মুনাফায় ৬৪% পতনের সতর্কবার্তা টয়োটার

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক গাড়িবাজারে করোনা মহামারীর নেতিবাচক প্রভাবের কারণে চলতি বছর পূর্ণ বার্ষিক নিট মুনাফায় ৬৪ শতাংশ পতন হবে বলে জানিয়েছে টয়োটা গতকাল জাপানি গাড়ি নির্মাতা কোম্পানিটি আরো জানায়, একই কারণে তাদের প্রান্তিকীয় আয়েও পতন হয়েছে খবর এএফপি

করোনাজনিত চলমান অস্থিরতা অনিশ্চয়তার কারণে এর আগে টয়োটা তাদের আর্থিক পূর্বাভাস দিতে অস্বীকৃতি জানায় কিন্তু এখন কোম্পানিটি বলছে, মার্চ পর্যন্ত আর্থিক বছরে তাদের নিট মুনাফা হবে ৭৩ হাজার কোটি ইয়েন (৬৯০ কোটি ডলার) অথচ এর আগের বছর টয়োটার নিট মুনাফা হয়েছিল দশমিক শূন্য ট্রিলিয়ন ইয়েন এদিকে কোম্পানিটি ৫০ হাজার কোটি ইয়েনের বার্ষিক পরিচালন মুনাফার পূর্বাভাস অপরিবর্তিত রেখেছে এক্ষেত্রে গত বছর থেকে পরিচালন মুনাফা কমছে প্রায় ৮০ শতাংশ

এক বিবৃতিতে টয়োটা আরো জানায়, গাড়িবাজারে কভিড-১৯-এর প্রভাব বিস্তৃত মারাত্মক জুন পর্যন্ত তিন মাসে কোম্পানিটির নিট মুনাফায় পতন হয় ৭৪ দশমিক শতাংশ

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন