বৈরুতে সহায়তা সামগ্রী ও চিকিৎসক দল পাঠাচ্ছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক

রাসায়নিকের গুদামে বিস্ফোরণে বিধ্বস্ত লেবাননের রাজধানী বৈরুতে সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও চিকিৎসক দল পাঠাচ্ছে বাংলাদেশ। 

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশীদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সে দেশে বিস্ফোরণে হতাহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি জানান। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে লেবাননকে সহায়তার বিষয়টি জানানো হয়।

গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বৈরুতের বন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণে চারজন বাংলাদেশী নিহত হয়েছেন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ ৯৯ জন বাংলাদেশী আহত হয়েছেন। সে দেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’–এরর ক্ষতি হয়েছে।

বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৩৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে লেবানন সরকার। এছাড়া রাজধানী ও আশপাশ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ি হারিয়েছে ৩ লাখের বেশি মানুষ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন