সিরাজগঞ্জে চলনবিলে নৌকা ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ ৪ জনের মৃত্যু

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সুজা গ্রামের চলনবিলে নৌকা ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন এখনো নিখোঁজ রয়েছেন। মৃতরা হলো, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের বেল্লাল হোসেনের দুই শিশু কন্যা জয়নব খাতুন শিখা (৫) ও বিথি আক্তার বাসনা (৩)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, বুধবার বিকালে ২৫-৩০ যাত্রী নিয়ে একটি নৌকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে উল্লাপাড়ার সুজা গ্রামের এক কবিরাজ বাড়িতে চিকিৎসার জন্য যাচ্ছিল। চলনবিলের উত্তাল ঢেউয়ের মাঝে যাত্রী বোঝাই নৌকাটি সুজা গ্রামের কবরস্থানের পাশে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।

এ সময় আশপাশের লোকজন এসে অন্য যাত্রীদের উদ্ধার করলেও ৪ জন নিখোঁজ ছিল। পরে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করার পর শিশু দুটির মরদেহ নৌকার ভেতরে পাওয়া যায়।  নৌকার দুই যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন।

এদিকে একই দিন বিকালে উল্লাপাড়া উপজেলার মোহনপুরের শুকলহাট থেকে উধুনিয়া যাওয়ার সময় নৌকার ওপরে ছউয়ের উপরে বসে থাকা এক যাত্রী চলনবিলের মধ্য দিয়ে টানানো বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান। তার বাড়ি উল্লাপাড়া উপজেলার চর গ্রামে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন