পাঁচদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

বণিক বার্তা প্রতিনিধি হিলি

ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর গতকাল দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। তবে নভেল করোনাভাইরাসের কারণে এখনো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বেলা ১১টায় ভারত থেকে আমদানীকৃত পাথরবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় চালু হয়। পাঁচদিন বন্ধের পর কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। তবে ঈদের আমেজ কাটিয়ে পুরোপুরি স্বাভাবিক হতে আরো দু-একদিন সময় লাগবে বলে বন্দরসংশ্লিষ্টরা জানিয়েছেন।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে গত ৩১ জুলাই থেকে আগস্ট পর্যন্ত টানা পাঁচদিন বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। বুধবার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। একই সঙ্গে বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস, পণ্য বোঝাইসহ সব কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন