ব্রাজিলের সয়াবিন রফতানিতে রেকর্ড ছাড়ানোর প্রত্যাশা

আগামী দিনগুলোয় ব্রাজিলে সয়াবিন আবাদ কৃষিপণ্যটির উত্পাদনে প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা। এর জের ধরে ২০২০-২১ বিপণন বর্ষে ব্রাজিল থেকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন রফতানি বেড়ে -যাবত্ কালের সর্বোচ্চে উঠতে পারে। নভেল করোনাভাইরাস-পরবর্তী সময়ে বিশ্ববাজারে চাহিদা বৃদ্ধি ব্রাজিলের মুদ্রার সুবিধাজনক অবস্থান দেশটি থেকে তেলবীজটির রফতানি বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করতে পারে বলেও মনে করা হচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকারচারাল সার্ভিস সম্প্রতি পূর্বাভাস  দিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

ইউএসডিএর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২০-২১ বিপণন বর্ষে ব্রাজিল থেকে সব মিলিয়ে কোটি ৪০ লাখ টন সয়াবিন আন্তর্জাতিক বাজারে রফতানি হতে পারে। প্রতিষ্ঠানটির পূর্বাভাস সত্য হলে তা হবে দেশটির ইতিহাসে পণ্যটির সর্বোচ্চ রফতানির রেকর্ড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন