কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশের জীবনাবসান

বণিক বার্তা ডেস্ক

কম্পিউটার মাউসের সহ-উদ্ভাবক উইলিয়াম ইংলিশ মারা গেছেন। মৃত্যুকালে উইলিয়ামের বয়স হয়েছিল ৯১ বছর। তিনি গত ২৬ জুলাই ক্যালিফোর্নিয়ায় মারা যান। খবর বিবিসি।

১৯২৯ সালে যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যে জন্মেছিলেন প্রকৌশলী উদ্ভাবক। মার্কিন নেভিতে যোগদানের আগে বৈদ্যুতিক প্রকৌশল বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন সম্পন্ন করেছিলেন।

১৯৬৩ সালে প্রথম মাউস তৈরি করেন উইলিয়াম ইংলিশ। কম্পিউটার মাউসের ধারণা অবশ্য তার নিজের নয়; সহকর্মী ডাগ এঙ্গেলবার্টের সঙ্গে মিলে ওই সময় প্রাথমিক কম্পিউটিং নিয়ে কাজ করছিলেন তিনি। উইলিয়াম ইংলিশ শুধু মাউসের সহউদ্ভাবক নন; প্রথম মাউস ব্যবহারকারীও তিনি। স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউটে এঙ্গেলবার্টের গবেষণা প্রকল্পের অধীনে প্রথম মাউস তৈরি করেছিলেন তিনি। বলা হয়, ধারণা এঙ্গেলবার্টের হলেও পুরো কারিগরি কাজ নিজে করেছিলেন উইলিয়াম ইংলিশ।

প্রতিবেদন অনুযায়ী, মাউসের প্রথম সংস্করণ ছিল শুধু একটি বাটনসম্পন্ন বাদামি কাঠের বাক্স। নিচে দুটি চাকা ছিল, যা ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে চলতে পারত এবং খাড়া সমান্তরাল নড়াচড়া রেকর্ড করে রাখত।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন