ময়মনসিংহ জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মিজানুর রহমান। গত মঙ্গলবার রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার রক্তের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম জানান, সম্প্রতি জেলা প্রশাসকের গানম্যান সাইফুল ইসলাম গাড়িচালক বেলায়েত হোসেনের করোনা শনাক্ত হয়। কারণে তিনিও পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন। রাতে সেই ফলাফলে করোনা পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা এখনো ভালো

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, গত মঙ্গলবার মমেকের পিসিআর ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন সদরের ১৮ জন। শনাক্তদের মধ্যে মুক্তাগাছায় , ত্রিশালে , ভালুকা , ঈশ্বরগঞ্জ এবং তারাকান্দা গফরগাঁওয়ে জন করে রয়েছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন