যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়ে কানাডার পথে ইসাইয়াস

বণিক বার্তা ডেস্ক

আটলান্টিক উপকূলবর্তী যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তাণ্ডব চালিয়ে কানাডায় পৌঁছেছে হারিকেন ইসাইয়াস। ঝড়ে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় দুজন এবং নিউইয়র্ক, ডেলাওয়ার মেরিল্যান্ডে তিনজনের মৃত্যু হয়েছে। খবর বিবিসি সিএনএন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য মাড়িয়ে শক্তি হারানোর পর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ইসাইয়াস পরে দক্ষিণ-পশ্চিম কানাডার দিকে সরতে থাকে। গত সপ্তাহে পুয়ের্তো রিকো, হাইতি ডমিনিকান রিপাবলিকে ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে ইসাইয়াস আছড়ে পড়ে অন্তত দুজনের প্রাণ কেড়ে নিয়েছিল। অসংখ্য গাছ উপড়ে ফেলার পাশাপাশি বিপুল পরিমাণ ফসল বাড়িঘর ধ্বংস করেছিল; হয়েছিল বন্যা ভূমিধসের কারণ।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অতিক্রম করার পর শক্তি কমে এটি একটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছিল। পরে ফের শক্তি সঞ্চয় করে এক মাত্রার হারিকেনে পরিণত হয়ে এটি যুক্তরাষ্ট্রের নর্থ সাউথ ক্যারোলাইনার দিকে অগ্রসর হয়।

যুক্তরাষ্ট্রে আছড়ে পড়ার পর ইসাইয়াস নর্থ ক্যারোলাইনা থেকে শুরু করে নিউইয়র্ক পর্যন্ত ৩৪ লাখের বেশি বাসিন্দাকে বিদ্যুিবচ্ছিন্ন করেছে। ঝড়ের ফলে সৃষ্ট টর্নেডো অসংখ্য গাছ উপড়ে ফেলেছে। বাড়িঘরের ক্ষতি করেছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন