ইয়েমেনে আকস্মিক বন্যায় নিহত ১৭

বণিক বার্তা ডেস্ক

ইয়েমেনের উত্তর মারিব অঞ্চলে আকস্মিক বন্যা বজ্রপাতে আট শিশুসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। নভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বন্যার সময় সৃষ্ট ভয়াবহ ঝড় যুদ্ধবিধ্বস্ত দেশটিতে উদ্বেগ আরো বৃদ্ধি করল। পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে মর্মান্তিক মানবিক সংকট বলে বর্ণনা করেছে জাতিসংঘ। খবর এএফপি।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ১৬ জন ডুবে মারা গেছে। এছাড়া একজন মারা যায় বজ্রপাতে। সাম্প্রতিক ঝড় দেশটির আরো বেশকিছু প্রদেশে আঘাত হেনেছে। এর মধ্যে অন্যতম হলো রাজধানী সানা, আমরান, হোদেইদা, তায়েজ, সাদা হাদ্রামাউত। কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী দুর্যোগে কয়েক ডজন বাড়িঘর এবং বাস্তুচ্যুতদের শত শত তাঁবু ধ্বংস হয়ে গেছে। এদিকে বন্যার পানিতে মারিব বাঁধের জলাধারে পানির পরিমাণ বাড়ছেই। আশঙ্কা করা হচ্ছে, অবস্থা চলতে থাকলে ১৯৮৬ সালে নির্মিত বাঁধটি ভেঙে যেতে পারে। পরিস্থিতি বিবেচনায় বাঁধ রক্ষায় করণীয় বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন