মহামারীর প্রভাব

দুই দশকে প্রথম সংকোচনের মুখে ইন্দোনেশিয়ার অর্থনীতি

বণিক বার্তা ডেস্ক

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের প্রেক্ষাপটে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দুই দশকের মধ্যে প্রথমবারের মতো সংকুচিত হয়েছে ইন্দোনেশিয়ার অর্থনীতি। মূলত ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত বিধিনিষেধমূলক পদক্ষেপের কারণে সংকোচন দেখা দেয়। খবর এএফপি।

এপ্রিল-জুন প্রান্তিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশটির অর্থনৈতিক উৎপাদনের পতন হয়েছে দশমিক শতাংশ। এর আগে এশীয় অর্থনৈতিক সংকটের সময় ১৯৯৯ সালের প্রথম প্রান্তিকে অর্থনৈতিক সংকোচনের মুখে পড়ে ইন্দোনেশিয়া। গবেষণা সংস্থা ক্যাপিটাল ইকোনমিকস এসব তথ্য প্রকাশকালে জানায়, করোনার প্রভাবে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির অর্থনৈতিক কার্যক্রমে কার্যত ধস নামে। ভয়ের বিষয় হলো, কর্তৃপক্ষ কার্যকরভাবে ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে পারেনি। পাশপাশি পর্যাপ্ত নীতিগত সহায়তারও ঘাটতি রয়েছে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন