যুক্তরাষ্ট্রে কভিডে মৃত্যুর ঝুঁকি বেশি: ক্লেইন

বণিক বার্তা ডেস্ক

নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মানুষের মৃত্যুর ঝুঁকি সম্ভবত বিশ্বের আর যেকোনো দেশের তুলনায় বেশি। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইবোলা ভাইরাসবিষয়ক হোয়াইট হাউজ কমিটির কো-অর্ডিনেটর রন ক্লেইন এমন দাবি করলেন।

সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ ক্লেইন বলেন, পৃথিবী নামক এই গ্রহে আমেরিকায় সবচেয়ে বেশিসংখ্যক মানুষের মৃত্যু হচ্ছে। অন্য দেশগুলোর তুলনায় আপনি একজন আমেরিকান হলে রোগে মৃত্যুর আশঙ্কা বেশি থাকবে।

ক্লেইন আরো বলেন, উপসংহার হলো এই মহামারীতে আমাদের দেশে রেকর্ড সংক্রমণ মৃত্যুর ঘটনা ঘটছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা যে হারে নাগরিকদের হারিয়েছি ঠিক একই গতিতে আমরা এখন আমেরিকানদের হারাচ্ছি। আমরা নিশ্চিতভাবেই শুনতাম না যে এফডিআর (ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট) বলতেন যা হচ্ছে তা মেনে নিতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে কভিড-১৯ মহামারীতে উচ্চ মৃত্যুহার নিয়ে এক প্রশ্নের উত্তরে অ্যাক্সিওস ওয়েবসাইটকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যা হচ্ছে তা মেনে নিতে হবে।

সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন