রায়হান কবিরকে এ মাসে দেশে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া রায়হান কবিরকে এ মাসেই দেশে ফেরত পাঠানো হচ্ছে। আজ বুধবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক খায়রুল দিজাইমি দাউদ দেশটির গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

করোনা মহামারীর মধ্যে অভিবাসী শ্রমিকদের প্রতি মালয়েশিয়ার সরকারের আচরণের সমালোচনা করে আল-জাজিরার তথ্যচিত্রে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ৩ জুলাই সাক্ষাৎকার প্রকাশের পর দেশটির সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরপর ২৪ জুলাই রায়হানকে গ্রেফতার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদ সম্মেলনে খায়রুল দিজাইমি দাউদের বক্তব্যের বরাতে মালয়েশিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, মালয়েশিয়া থেকে বাংলাদেশের পরবর্তী ফ্লাইট যাবে ৩১ আগস্ট। সেই ফ্লাইটে তাকে পাঠানো হতে পারে।

এদিকে মালয়েশিয়ার মানবাধিকার কর্মীরা তার গ্রেফতারের পর দেশটির সরকারের সমালোচনা করেছে। রায়হান কবিরকে 'স্পষ্টভাষী' উল্লেখ করে তাকে মুক্তি দেয়ার আহবান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন