নেত্রকোনার হাওড়ে পর্যটকবাহী ট্রলারডুবি, ১৭ মরদেহ উদ্ধার

বণিক বার্তা প্রতিনিধি, নেত্রকোনা

নেত্রকোনার মদন উপজেলায় উচিতপুরের হাওড়ে পর্যটকবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ দুই জন। 

আজ বুধবার বেলা পৌনে ১২টার দিকে মদনের উচিতপুরের সামনের হাওড় গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এটি একটি পর্যটনকেন্দ্র এবং পর্যটকদের কাছে ‘মিনি কক্সবাজার’ নামে পরিচিত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ময়মনসিংহ সদর থানার ৫নং চরশিরতা ইউনিয়ন ও আটপাড়া তেলিগাতী থেকে ৪৮ জন ঘুরতে মিনি কক্সবাজার উচিতপুরে আসে। হাওড়ের উত্তাল ঢেউয়ে গোবিন্দশ্রী রাজালীকান্দা নামক স্থানে ট্রলারটি ডুবে যায়। এতে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ২ জন।

নিহতরা ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বলে জানা গেছে। তারা হাওড়ে বেড়াতে গিয়েছিলেন।

মদন থানার ওসি মো. রমিজুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার কাজ চলমান রয়েছে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ তালুকদার জানান, এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুজন নিখোঁজ আছেন। তাদের নাম–পরিচয় এখনো জানা যায়নি। ট্রলারটিতে মোট ৪৮ জন আরোহী ছিলেন বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন