বৈরুতের রাসায়নিক গুদামে বিস্ফোরণে ২ বাংলাদেশী নিহত

নিজস্ব প্রতিবেদক

লেবাননের রাজধানী বৈরুতে রাসায়নিক ‍গুদামে জোড়া বিস্ফোরণে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। নিহতরা হলেন, মেহেদি হাসান ও মিজানুর রহমান। এছাড়া আট শ্রমিক রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আর ৪৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বৈরুতে হেড অব চ্যান্সেরি আবদুল্লাহ আল মামুন।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈরুতের বিস্ফোরণে নৌবাহিনীর ২১ জন সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মাদ জাহাঙ্গির আল মোসতাহিদুর রহমান এ ব্যাপারে জানান, দুজনের অবস্থা কিছুটা খারাপ ছিল। তাদের আমেরিকান হাসপাতালে ভর্তি করার পরে একজনের পরিস্থিতি উন্নতি হলে তাকে ছেড়ে দেওয়া হয়। বাকিরা জাতিসংঘের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানী বৈরুতের বন্দর এলাকায় জোড়া বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত এবং অন্তত চার হাজার জন আহত হয়েছেন।

>> বৈরুতের বিস্ফোরণে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্য আহত

>> বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামে বিস্ফোরণ, নিহত ৭৮, আহত অন্তত ৪০০০

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন