রঙ্গীন রূপবানের নায়ক আব্দুস সাত্তার আর নেই

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

আশির দশকের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সাত্তার আর নেই (ইন্না...রাজিউন)। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। শেষ ইচ্ছে অনুযায়ী নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পারিবারিক গোরস্থানে নায়ক সাত্তারকে দাফন করা হবে।

প্রয়াত সাত্তারের স্ত্রী কাকলী সাত্তার জানান, সন্ধ্যায় রাজধানীর গ্রিনলাইফ মেডিকেল কলেজের আইসিইউতে নেয়ার সময় তার মৃত্যু হয়। তিনি এর আগে তিনবার ব্রেনস্টোকে আক্রান্ত হন। ২০১৮ সাল থেকে তিনি শয্যাশায়ী। পাশাপাশি একাধিক রোগে ভুগছিলেন। বছর ছয়েক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন নায়ক সাত্তারকে। সেই টাকায় চিকিৎসা ও সংসার চলতো তাদের।

শাবানা, রোজিনা, অঞ্জু, জিনাত, কবিতা, অলিভিয়া, রানীসহ সব সুপার হিট নায়িকার নায়ক ছিলেন সাত্তার। তিনি রঙ্গীন রাখাল বন্ধু, রঙ্গীন রূপবান, সাত ভাই চম্পা, আলো মতি প্রেম কুমার, মধুমালা মদন কুমার, সাগরকন্যা, শীষমহল, ঝড় তুফান, ঘরভাঙ্গা সংসার, জেলের মেয়ে রোশনীসহ ১১০ টির মতো সিনেমায় কাজ করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন