সাফার ঈদ উপহার

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর গত ২ জুন থেকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় শুটিং। সংক্রমণ এড়াতে ও নিরাপত্তার কথা ভেবে দীর্ঘসময় ঘরবন্দি ছিলেন অভিনেত্রী সাফা কবির। প্রায় তিন মাস গহবন্দি থাকার পর ঈদের আগে নাটকের কাজ শুরু করেন অভিনেত্রী। সংখ্যায় অল্প হলেও ঈদ উল আজহা উপলক্ষ্যে কয়েকটি নতুন নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকগুলো হলো- ‘ভিকটিম’, ‘মীরা’, ‘নিউলি ম্যারিড’, ‘পাসওয়ার্ড’, ‘আপনি কি হতাশায় ভুগছেন?’, ‘তাহাদের ভালোবাসা’, ‘আ বিটার লাভ স্টোরি’, ‘লকডাউন প্রেম’, ‘ভেজ নন-ভেজ’।

এসব নাটকে সাফার বিপরীতে সহশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো, তৌসিফ মাহবুব, জোভান, তাহসান খান।

নাটগুলো প্রসঙ্গে সম্প্রতি সাফা কবির তার ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেছেন। লিখেছেন, ‘গত রোজার ঈদে, আমার সব পুরোনো কাজ প্রচার হয়েছিল, ঈদ উপলক্ষে কোন কাজ করা হয়নি। তাই এবার একটু সাহস করে তিনমাস পর ঘর থেকে বের হয়ে দর্শকদের জন্য কিছু কাজ করার চেষ্টা করলাম। আমার কাজের সংখ্যা খুবই কম। কারণ আমি বিশ্বাস করি পরিমাণের তুলনায় মানের গুরুত্ব বেশি। আশা করছি আপনারা কাজগুলো দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের কাছে।’

নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আমি মন থেকে ধন্যবাদ জানাতে চাই আমার শ্রদ্ধেয় নির্মাতাদের। তারা যে আমাকে তাদের প্রজেক্ট এর জন্য নির্বাচন করেছেন, আমার উপর ভরসা রেখেছেন এর জন্য আমি কৃতজ্ঞ। তারা আমার জন্য যে সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করেছিল তা আমি সত্যই প্রশংসা করি।’

এসময় সকল প্রযোজনা প্রতিষ্ঠান, টিভি চ্যানেল এবং প্রযোজকদের ধন্যবাদ দিতেও ভোলেননি অভিনেত্রী। সবাইকে তার অভিনীত নাটকগুলো দেখার আহ্বান জানিয়ে অভিনেত্রী লেখেন, আশা করি আপনারা সবাই সুস্থ্য থাকবেন, সাবধানে থাকবেন এবং পরিবারের সবাইকে নিয়ে আমার করা কাজগুলো দেখবেন।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন