অক্টোবর থেকে রাশিয়ায় গণহারে টিকাদান

বণিক বার্তা অনলাইন

নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী অক্টোবর থেকে গণহারে টিকাদান কর্মসূচি চালু করতে যাচ্ছে রাশিয়া। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে শনিবার স্থানীয় সংবাদ সংস্থাগুলো এ কথা জানায়। খবর রয়টার্স। 

রুশ স্বাস্থ্য খাত সংশ্লিষ্টদের দাবি, এরই মধ্যে একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগের কাজ শেষ হয়েছে। এ প্রসঙ্গে রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান গামালেয়া ইনস্টিটিউটে পরিদর্শনে এসে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, এরই মধ্যে একটি টিকার পরীক্ষামূলক প্রয়োগ সফলভাবে শেষ হয়েছে। এবং এর ফলাফল নিরীক্ষায় প্রয়োজনীয় কার্যক্রমও সম্পন্ন হওয়ার পথে।

প্রসঙ্গত, মস্কোভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গামালেয়া ইনস্টিটিউট এডেনোভাইরাসভিত্তিক টিকাটি তৈরিতে কাজ করে আসছে।  

বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, চিকিৎসক ও শিক্ষকদের ওপর প্রয়োগের মাধ্যমে এ টিকার ব্যবহার শুর হচ্ছে। অক্টোবর থেকে এটি সর্বসাধারনের মধ্যে গণহারে প্রয়োগ করা হবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন