ভারতে এক দিনে সংক্রমণের রেকর্ড

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার মানুষ নভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, যা দেশটিতে কভিড-১৯ মহামারীতে দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। 

সংক্রমণের হার খুব বেড়ে যাওয়ায় এ নিয়ে টানা তৃতীয় দিন নিজেদের আগের রেকর্ড ভাঙল ভারত। এই তিনদিনই সংক্রমণ ৫০ হাজারের বেশি ছিল। বৃহস্পতিবার ৫২ হাজার ও শুক্রবার ৫৫ হাজার সংক্রমণের পর আজ ৫৭ হাজার ছাড়িয়েছে। ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮ জন। 

ভারতের অর্থনৈতিক রাজধানী খ্যাত মহারাষ্ট্রের মুম্বাই নগরী এখনো দেশের মধ্যে সবচেয়ে বেশি বিপর্যস্ত। যদিও অন্যান্য রাজ্যেও খুব দ্রæত সংক্রমণ বাড়ছে। যেমন, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও আসাম। 

ভারতের পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু অভিযোগ রয়েছে, জুলাই মাসে পুনে শহরে শত শত সন্দেহভাজন কভিড-১৯ রোগীকে তালিকায় অন্তর্ভুক্তই করা হয়নি, কারণ তাদের কখনো পরীক্ষাই করা হয়নি!

এদিকে ভিয়েতনামে কভিড-১৯ রোগে শুক্রবার প্রথম কোনো ব্যক্তির মৃত্যুর পরেরদিন আজ আরেকজনের মৃত্যু হয়েছে। মহামারীর শুরু থেকেই এ দেশটির নেয়া পদক্ষেপ বিশ^ব্যাপী প্রশংসা কুড়িয়েছে। যদিও শেষ অবধি সাফল্যটা ধরে রাখতে পারল না তারা। 

ভিয়েতনামে মহামারীর কেন্দ্রস্থল দা নাংয়ের এক হাসপাতালে যথাক্রমে ৬১ ও ৭০ বছর বয়সী দুই ব্যক্তির মৃত্যু হয়। ভিয়েতনামের মিডিয়া বলছে, এ দুই ব্যক্তিই করোনায় সংক্রমিত হওয়ার আগে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিল।

তিন মাস ধরে স্থানীয় পর্যায়ে কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি ভিয়েতনামে। অবশেষে গত সপ্তাহে হঠাৎ করেই দা নাং শহরে এর প্রাদুর্ভাব ঘটে। ৯ কোটি ৫০ লাখ মানুষের এ দেশে এখন পর্যন্ত মাত্র ৫৪৬ জন্য মানুষের দেহে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।  

সূত্র: বিবিসি 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন