পিএসজির আরেকটি ট্রেবল

বণিক বার্তা ডেস্ক

অলিম্পিক লিওঁকে টাইব্রেকারে হারিয়ে ফ্রেঞ্চ লিগ কাপ জিতে নিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এটা ছয় মৌসুমের মধ্যে তাদের চতুর্থ ট্রেবল জয়। 

গত সেপ্টেম্বরের সিদ্ধান্ত মোতাবেক এটিই শেষ ফ্রেঞ্চ লিগ কাপ আসর। এরপর আর লিগ কাপ হবে না। ঐতিহ্যবাহী এ টুর্নামেন্টের শেষ মৌসুমটি শিরোপা জিতে নিল পিএসজি। 

শুক্রবার রাতের ম্যাচটি গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে শিরোপার মীমাংসা হয়। দুই দলের প্রথম ১০টি পেনাল্টিতে গোল হওয়ার পর লিওঁর বার্ট্রান্ড ট্রাওরের শট সেভ করেন পিএসজি গোলকিপার কেইলর নাভাস, এরপর ‘সাডেন ডেথ’-এ পাওলো সারাবিয়া পিএসজির জয়সূচক গোলটি করেন। 

নভেল করোনাভাইরাসের কারণে ফুটবল স্থগিত হয়ে যাওয়ার পর এটা ফ্রান্সের ঘরোয়া ফুটবলে মাত্র দ্বিতীয় ম্যাচ ছিল। প্যারিসের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি দেখেছেন ৫ হাজার দর্শক। এর আগে গত শুক্রবার এতিয়েনকে ১-০ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপ জিতে নেয় পিএসজি। অসমাপ্ত মৌসুমে লিগ শিরোপাও গেছে পিএসজির ঘরে। সব মিলিয়ে, এটা তাদের তৃতীয় ঘরোয়া শিরোপা। 

ফ্রান্সের ঘরোয়া ফুটবলে সর্বশেষ ৩৬টি শিরোপার মধ্যে ২৫টিই জেতার কৃতিত্ব দেখাল পিএসজি। ১২ আগস্ট বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে ইতালির দল আটালান্টার। ‘কোয়াড্রপল’ জয়ের লক্ষ্য নিয়েই এদিন মাঠে নামবে টমাস টুখেলের দল। পিএসজি কখনই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেনি। 

২৩ আগস্ট শুরু হবে ফ্রান্সের ফ্রেঞ্চ লিগ ওয়ানের ২০২০-২১ মৌসুম, যেদিন চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও। 

এদিকে লিগ কাপ ফাইনালে হারের ফলে ১৯৯৬-৯৭ মৌসুমের পর প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলের বাইরে থাকার ঝুঁকির মুখে লিওঁ, যদি না তারা জিতে নেয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তারা ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাসকে। আগামী শুক্রবার তুরিনে দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে যাবে তারা। 

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন