ঈদে ছোটপর্দায় ব্যস্ত সময় কাটবে অভিনেতা আজম খানের

করোনা মহামারীর কারণে শুটিংয়ে ভাটা পড়লেও এরই মধ্যে ঈদ উপলক্ষে নির্মাণ হয়েছে বেশি কিছু নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক। অভিনেতা আজম খানের অভিনীত বেশ কিছু নাটক, টেলিফিল্ম রয়েছে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায়। 

এর মধ্যে ঈদের আগের দিন আজ শুক্রবার (৩১ জুলাই) রাত ৮টায় এটিএন বাংলায় প্রচারিত হবে ‘ফিরে এলে আবার’। ঈদের দিন আরটিভিতে প্রচারিত হবে ‘ঘরবন্দী সময়ের গল্প’ ও ‘কেন’। এছাড়াও ‘কেউ নাই’, ‘অযান্ত্রিক’, ‘প্রিয়তম ভালোবাসা’, ‘ওভারট্রাম্প’, ‘প্রিয় যোগাযোগ’, ‘শেষ বারের মতো’, ‘বাট কিন্তু হোয়াট মানে ভালোবাসা’, ‘ধাধার থেকেও জটিল তুমি’, ‘গার্ল ফ্রেন্ডের চাপ’, ‘বউয়ের চাপ’, ‘ব্যর্থ ব্যাচেলর’ প্রভৃতি নাটকে দেখা যাবে আজম খানকে। 

ঈদের নাটক নিয়ে আজম খান বলেন, বছরটা শুরু হয়েছিল অনেক ব্যস্ততা নিয়ে। ১৭ মার্চ পর্যন্ত বেশ কিছু নাটক ও টেলিফিল্মে কাজ করেছি। কিন্তু ঈদের কাজের প্রস্তুতি যখন নিচ্ছিলাম, ঠিক তখনই প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং শুরু হলো লকডাউন। ১৮ মার্চ থেকে আর কোনো কাজই হয়নি। ২৬ মার্চ থেকে বাসাতেই আছি।

আজম খান বলেন, বছরের শুরুতেই যেসব কাজ করেছি সেগুলো থেকে বেশ কিছু নাটক থাকছে বিভিন্ন টিভি চ্যানেলের ঈদ অনুষ্ঠানমালায়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন