এশিয়া-প্যাসিফিক অঞ্চল

সম্পদের আয় সবচেয়ে বেশি কমেছে বাংলাদেশের ব্যাংকিং খাতে

বণিক বার্তা ডেস্ক

গত ছয় বছরের এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ব্যাংকিং খাতে সম্পদের আয় সবেচেয়ে বেশি কমেছে বাংলাদেশে, একই সময়ে দেশের ব্যাংকগুলোর তহবিল ব্যয়ও কমেছে ২ শতাংশের বেশি। আন্তর্জাতিক ঋণমান নির্ধারক সংস্থা মুডি’সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর প্রভাবে এই অঞ্চলের ব্যাংকিং খাত মুনাফায় বড় পতনের মুখে পড়তে যাচ্ছে।

পাশাপাশি, প্রতিবেদনে এও বলা হয়েছে যে, ব্যয় কম রাখতে আগে প্রযুক্তি খাতে ব্যাংকগুলো ঠিকমতো বিনিয়োগ করেনি। একারণে প্রযুক্তি ব্যবহার করে দক্ষ সেবা পাওয়া সম্ভব হবে না। এখন করোনার কারণে দ্রুত ডিজিটাইজ করতে পরিচালন ব্যয় বাড়ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ঋণমান নির্ধারক সংস্থা মুডি’স সম্প্রতি ‘ব্যাংকস-এশিয়া-প্যাসিফিক: স্ট্রাকচারাল চেঞ্জেস হার্ট প্রফিটেবিলিটি, হিটিং ল্যাগের্ড ব্যাংকস হার্ডার’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করে।

বাংলাদেশের ব্যাংকিং খাত সম্পর্কে মূল্যায়নে মুডি’সের প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশে ব্যাংকিং খাতে সম্পদের আয় কমেছে প্রায় এক দশমিক ২৫ শতাংশ। যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন