তুলে নেয়া হলো ওয়ারীর লকডাউন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ওয়ারী এলাকা থেকে লকডাউন প্রত্যাহার করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর থেকে লকডাউন বর্ধিত করার কোনো নির্দেশনা না থাকা এবং লকডাউনের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের তুলনায় সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় ওয়ারী থেকে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার  (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে লকডাউন থাকছে না।

তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। এ কর্মসূচি চলমান থাকবে।

এছাড়া করোনা টেস্টিং বুথ ও ই-কমার্সের মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহসহ অন্যান্য সেবা ৩০ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

করোনাভাইরাস সংক্রমণের লাগাম টানতে গত ৪ জুলাই ভোর ৬টা থেকে ২১ দিনের জন্য রাজধানীর ওয়ারী এলাকার একাংশ লকডাউন করা হয়। এ এলাকায় লকডাউন চলাকালে ৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ১৯ দিনে মোট ৩০৯ জন করোনা টেস্ট করান এবং এর মধ্যে ৮০ জন করোনাভাইরাস পজিটিভ এ শনাক্ত হন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন